close unwanted access in your pc :: আর চুরি হবে না আপনার পিসির ডেটা

আপনার অনুপস্থিতিতে বা উপস্থিতিতে অন্য কেও আপনার পিসিতে Removable Media যেমন-CD,DVD,Pen Drive,Card Reader,Floppy Drive,Tape Drive,WPD Drive,etc. এর মাধ্যমে কোন প্রকার ডেটা দিতে বা নিতে পারবে না । এতে আপনার ডেটা যেমন কেও নিতে পারবে না, তেমনি আপনার পিসিতে Removal media দ্বারা ভাইরাস ছরাবে না ।

নিচে দেওয়া নির্দেশাবলী অনুসরণ করুন:-

(১) Windows + R চাপুন ।

(২) Run এর Pop-up window আসলে এতে gpedit.msc টাইপ করুন ।

(৩) Local Group Policy Editor এর Pop-up window আসলে এতে Computer Configuration select করুন ।

(৪) Administrative Templates select করুন ।

(৫) Advanced tools select করুন ।

(৬) System select করুন ।

(৭) Removal Storage Access select করুন ।

(৮) All Removal Storage classes: Deny all access select করুন ।

(৯) Enabled select করুন ।

(১০) এখন প্রথমে Apply তারপর OK চাপুন ।

(১১) এখন সকল window বন্ধ করে পিসি Restart দিন।

এখন আপনার পিসিতে কোন প্রকার Removable Media প্রবেশ করলে তা প্রদর্শন করবে কিন্তু তাতে কোন প্রকার access দেবে না ।

*এটি প্রোগ্রামটি বন্ধ করতে চাইলে ৯ম ধাপে গিয়ে Not Configured আথবা Disable select করুন তারপর Apply এবং OK চাপুন ।